অ্যাকসেসিবিলিটি লিংক

লেবাননের রকেট হামলার প্রত্যুত্তরে ইসরাইলের যুদ্ধবিমান অভিযান 


লেবাননের লক্ষ্যবস্তুতে ইসরাইলী হামলার দৃশ্য
৬ই অগাস্ট, ২০২১-এএফপি
লেবাননের লক্ষ্যবস্তুতে ইসরাইলী হামলার দৃশ্য ৬ই অগাস্ট, ২০২১-এএফপি

সামরিক সূত্র থেকে জানানো হয়েছে ইরানের সঙ্গে বর্ধিত উত্তেজনার প্রেক্ষাপটে লেবাননের সীমান্তের ওপার থেকে ১০টিরও বেশি রকেট ছোড়া হলে ইসরাইলী জঙ্গি বিমান দ্বিতীয় দিনের মত লেবাননের লক্ষ্যবস্তুতে আঘাত হানেI সামরিক সূত্রে বলা হয়, বিমান বাহিনী বর্তমানে লেবাননের হামলার উৎসবরাবর আঘাত করা অব্যাহত রেখেছেI

টুইটার মারফত বিমান বাহিনী জানায়, লেবাননের অভ্যন্তর থেকে ইসরাইলের এলাকা লক্ষ্য করে ১০টিরও বেশি রকেট ছোড়া হয়েছে, যার বেশির ভাগই আমাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার কারণেপ্রতিহত করা হয়, তবে কয়েকটি রকেট আমাদের হার ডোভ এলাকার বিতর্কিত সেবা ফার্মস সীমান্ত জেলারউন্মুক্ত জায়গায়আঘাত হানেI

শিয়া জঙ্গিগোষ্ঠী , যাদের সঙ্গে ইসরাইল ২০০৬ সালে এক মারণাত্মক লড়াইয়ে লিপ্ত হয়েছিল, তারা এসব রকেট হামলার দায়-দায়িত্ব স্বীকার করেছেI ইসরাইল ও লেবাননের অভ্যন্তরে ইরানের মিত্র,হেজবুল্লাহ সঙ্গেউত্তেজনা বৃদ্ধির কারণে এই হামলা হোলI

(এএফপি )

XS
SM
MD
LG