অ্যাকসেসিবিলিটি লিংক

ইস্রায়েল গাজা সীমান্ত বন্ধ করে দিয়েছে


ইস্রায়েল গাজা উপত্যকায় প্রবেশের পথ মানুষ চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে। রবিবার থেকে ঐ সীমান্ত পথ বন্ধ থাকবে। ইস্রায়েলী কর্মকর্তারা জানিয়েছেন,কেবল মাত্রমানবিক সাহায্য সংক্রান্ত কাজের জন্য সীমান্ত পথ খোলা থাকবে।
শুক্রবার ফিলিস্থিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, বাজ সীমান্তের কাছে এক প্রতিবাদ বিক্ষোভের উপরেইস্রায়েলী সেনারা গুলি চালালে দুই ফিলিস্থিনী নিহত হন এবং আরও অন্তত ৬০ জনের মত আহত হয়েছেন। ঐ ঘটনাটি ঘটে যখন মিসরীয় আলোচকেরা অস্ত্র বিরতি নিয়ে মধ্যস্থতা করছিলেন। গাজা সীমান্তে ইস্রায়েল এবং মিসরযে প্রতিবন্ধক সৃষ্টি করেছে তারই বিরুদ্ধে ফিলিস্তিনীরা মার্চ মাসের শেষ থেকে প্রতিবাদ বিক্ষোভ করে আসছে। ফিলিস্থিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন,প্রতিবাদ বিক্ষোভ শুরুর পর থেকে ইস্রায়েলী সেনাদের গুলিতে অন্তত ১৭০ জন ফিলিস্তিনী প্রাণ হারিয়েছেন।

মিসরের কর্মকর্তারা কায়রোতে হামাসের প্রতিনিধিদের সংগে বৈঠক করেছেন। তারাইস্রায়েলের সংগে সম্ভাব্য একটিচুক্তিতে পৌঁছানোর উদ্দেশ্যে যত-যাবতীয় বিষয়গুলো পুংখানুপঙ্খ খতিয়ে দেখছেন। গাজা উপত্যকা ইসলামপন্থী হামাস দল নিয়ন্ত্রণ করে।

XS
SM
MD
LG