অ্যাকসেসিবিলিটি লিংক

জেরুসালেমে সিনেগগে মঙ্গলবার দুই ফিলিস্তিনী যে আক্রমণ চালায়, পোপ ফ্রানসিস তার তীব্র সমালোচনা করেন


APTOPIX Mideast Israel Palestinians
APTOPIX Mideast Israel Palestinians

মঙ্গলবার দুই ফিলিস্তিনী জেরুসালেমে এক সিনেগগে যে রক্তাক্ত এক আক্রমণে ৪ rabbi সহ ৫ ব্যক্তিকে হত্যা করে, পোপ ফ্রানসিস তার তীব্র সমালোচনা করেন।

পোপ বলেন জেরুসালেমে যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে তাতে তিনি উদ্বিগ্ন।

তিনি দুই পক্ষকে সহিংসতা ও ঘৃনার চক্র অবসানের আহ্বান জানান।

ওদিকে যে ফিলিস্তিনী ব্যক্তি গত মাসে এক আক্রমণে দু ব্যক্তিকে হত্যা করে, ইসরায়েলী নিরাপত্তা বাহিনী তার বাড়ি ধ্বংস করেছে।

বুধবার পুর্ব জেরুসালেমের Silwan এলাকায় এখন শুধু ওই বাড়ির ধ্বংসাবশেষ রয়েছে।

মুসলমানদের পবিত্র আল আখসা মসজিদ ও ইহুদীদের পবিত্র Temple Mount থেকে, ধ্বংস করা ওই বাড়ির স্থানটি দেখা যায়। সাম্প্রতিক মাসগুলোতে ওই এলাকায় প্রতিবাদ, বিক্ষোভ ও উত্তেজনা বেড়েছে।

মঙ্গলবার জেরুসালেমে এক সিনেগগে যে দুই ফিলিস্তিনী, ৫ ব্যক্তিকে হত্যা করে, প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু তাদের বাড়ি ধ্বংস করে ফেলার কথা বলার পর নিরাপত্তা বাহিনী ওই পদক্ষেপ নেয়।

XS
SM
MD
LG