ইসরায়েলী পুলিশের গুলির আঘাতে আহত এরিট্রিয়ান অভিবাসী মারা গেছেন। পুলিশ ভুল করে তাকে গুলি করে কারণ তারা সন্দেহ করেছিল যে তিনিই বাস স্টেশনে আক্রমণ চালিয়েছিলেন। আরেক ব্যক্তি এক ইসরায়েলী সেনাকে গুলি করে হত্যা করে ও তার হামলায় ১০ জন আহত হয়।
পুলিশ সূত্রে বলা হয় এক অফিসার রবিবার মুলু হাবটম জেরহম কে গুলি করে। পুলিশ ভেবেছিলো যে তিনি ছিলেন দ্বিতীয় আক্রমণকারী। এক ভিডিওতে দেখা যায় যে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বিরসেবা বাস স্টেশনে আহত ব্যক্তি মাটিতে পড়ে আছে। রক্তাক্ত দেহ তার এবং ক্ষুব্ধ জনতা তাকে মারধোর করছে।
স্থানীয় বার্তা মাধ্যমে বলা হয় যে জেরহম এর বয়স ২০র কোঠায় এবং তিনি সে দেশে রাজনৈতিক আশ্রয়প্রার্থী। ভিসার কাগজপত্রের জন্য তিনি শহরে ছিলেন।
ইসরায়েলী নিরাপত্তা কর্মকর্তারা সোমবার আসল আক্রমণকারীকে শনাক্ত করে। তিনি ২১ বছর বয়স্ক একজন আরব ইসরায়েলী। পুলিশ তাকে ঘটনাস্থলে গুলি করে হত্যা করে।