অ্যাকসেসিবিলিটি লিংক

জেরুসালেমে, ফিলিস্তিনী এক ব্যাক্তি ইচ্ছাকৃত ভাবে, পথচারীদের ভীড়ে গাড়ি ঢুকিয়ে দেয়


FILE - Yehuda Glick, an activist of the "temple mount faithful" group, was shot and severely wounded in Jerusalem, Oct. 29, 2014.
FILE - Yehuda Glick, an activist of the "temple mount faithful" group, was shot and severely wounded in Jerusalem, Oct. 29, 2014.

ইস্রায়েলী পুলিশ বলেছে, জেরুসালেমে, এক ফিলিস্তিনী ব্যাক্তি ইচ্ছাকৃত ভাবে, পথচারিদের ভীড়ে গাড়ি ঢুকিয়ে দিয়েছে। ওই হামলায় এক ব্যাক্তি নিহত আর অন্যান্য ন’জন আহত হয়েছে। তাদের মধ্যে ছিলেন কয়েকজন পুলিশ অফিসার।

এর আগে ইস্রায়েলী পুলিশ ও ফিলিস্তিনীদের মধ্যে সংঘর্ষ হয়। ফিলিস্তিনীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে। পবিত্র হারাম আশ শরীফে ইহুদী জাতীয়তাবাদীরা যাবার পরিকল্পনা ঘোষণার পর ওই সংঘর্ষ হয়।

প্রতিবেশি জর্ডান ইস্রাইল থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে। তারা বলেছে পুর্ব জেরুসালেমে এবং আল আখসা মসজিদে ইস্রাইলের চড়াও হওয়া অগ্রহন যোগ্য এবং তার প্রতিবাদে তারা তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে।

XS
SM
MD
LG