অ্যাকসেসিবিলিটি লিংক

পুনর্নির্বাচিত হলে, অধিকৃত পশ্চিম তটে ইহুদি বসতিস্থাপনাগুলো একীভূত করার প্রতিশ্রুতি দিয়েছেন নেতানিয়াহু


FILE - A woman walks by an election campaign billboard showing Israeli Prime Minister Benjamin Netanyahu in Tel Aviv, Israel, March 28, 2019.
FILE - A woman walks by an election campaign billboard showing Israeli Prime Minister Benjamin Netanyahu in Tel Aviv, Israel, March 28, 2019.

ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, পুনর্নির্বাচিত হলে তিনি অধিকৃত পশ্চিম তটে ইহুদি বসতিস্থাপনাগুলো একীভূত করবেন।

শনিবার ইরায়েলী চ্যানেল টুয়েল্ভ নিয়ুসে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল “পরবর্তি পর্যায়ে যাবে” এবং পশ্চিম তটের নিয়ন্ত্রণ বজায় রাখবে ও সেখানে বর্তমানে যে সব ইহুদি বসতিস্থাপনা আছে তা ভেঙ্গে না দিয়ে সেখানে ইসরায়েলী সার্বভৌম ক্ষমতা আরোপ করবে।

নেতানিয়াহুর মন্তব্যে খুশী হন অতি দক্ষিণপন্থী ছোট দলগুলো এবং কট্টোরপন্থী ভোটাররা। তারা ফলিস্তিনীদের কোন ভূমি দিতে চায়না।

ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এক মুখপাত্র নাবিল আবু আর্দাইনা, রয়টার্স সংবাদ সংস্থাকে বলেছেন “যে কোন পদক্ষেপ বা ঘোষণা প্রকৃত তথ্য পরিবর্তন করবে না। বসতিস্থাপনা অবৈধ এবং সেগুলো সরিয়ে দেওয়া হবে।”

XS
SM
MD
LG