যুদ্ধ বিধ্বস্ত গাজায় মুসলমানদের পবিত্র উৎসবের শুরুতে লড়াই স্থিমিত হয়। অস্ত্র বিরতিতে সম্মত হতে, এবং তাদের ৩ সপ্তাহের মারাত্মক সংঘাত অবসানের জন্য বিশ্ব নেতৃবৃন্দ ইসরায়েল ও হামাস চরমপন্থীদের উপর চাপ দিচ্ছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ প্রেসিডেন্টের বিবৃতি অনুমোদন করে। ইসরায়েল ও হামাসের মধ্যে মানবিক অস্ত্র বিরতি “অবিলম্বে এবং শর্তহীন” করাকে প্রস্তাবটি সমর্থন করে। কিন্তু ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ওই দাবী প্রত্যাখ্যান করেন। তিনি জাতিসংঘের প্রধান বান কি মুনকে বলেন যে তারা শুধু “ হত্যাকারী সন্ত্রাসী গ্রুপ যারা ইসরায়েলী অসামরিক লোকজনদের উপর হামলা চালায় তাদের প্রয়োজন মোকাবেলা করে” কিন্তু ইহুদী রাষ্ট্রের নিরাপত্তার প্রয়োজনীয়তার বিষয়টি উপেক্ষা করে।
যুক্তরাষ্ট্রের এক টেলিভিশন সাক্ষাৎকারে হামাস নেতা খালেদ মেশাল দাবী করেন যে ইসরায়েলকে গাজায় তাদের দখলদারির অবসান ঘটাতে হবে এবং তিনি ইসরায়েলের টিকে থাকার অধিকারকে স্বীকৃতি দেন না।
বাক যুদ্ধ অব্যাহত থাকলেও ইসরায়েল সোমবার গাজা ভূখন্ডে তাদের আক্রমণ সীমিত করে এবং ঈদুল ফিতরের তিন দিনের ঙৎসবের শরুতে, ফিলিস্তিনীরা ইসরায়েলে যে সংখ্যক রকেট ছোড়ে তা ব্যাপক ভাবে কমিয়ে আনে।