অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরায়েলে উত্তেজনা বাড়ছে, শরনার্থী শিবিরে হামলা, জেরুসালেমে সন্ত্রাসী আক্রমণ


A Palestinian man reacts after the body of his mother was removed from under the rubble of their house which witnesses said was destroyed in an Israeli air strike, in Rafah in the southern Gaza Strip August 4, 2014.
A Palestinian man reacts after the body of his mother was removed from under the rubble of their house which witnesses said was destroyed in an Israeli air strike, in Rafah in the southern Gaza Strip August 4, 2014.

গাজা শহরে জরুরি বিভাগের কর্মীরা বলেছেন ইসরায়েল, এক শরণার্থী শিবিরে মারাত্মক বিমান হামলা চালিয়েছে। তার কয়েক মিনিট আগে ইসরায়েল একপাক্ষিক অস্ত্র বিরতি ঘোষণা করে। জেরুসালেমে এক আক্রমণে একজন নিহত হয়।

গাজায় কর্মকর্তারা বলেন সোমবার সাতি শরনার্থী শিবিরে বিমান হামলায় ৮ বছরের একটি মেয়ে নিহত হয় এবং আহত হয অন্যান্য ৩০ জন। ইসরায়েলী সামরিক বাহিনী বলেছে তারা রিপোর্ট খতিয়ে দেখবে।

ইতিমধ্যে এক হামলাকারী জেরুসালেমে মাটি খোড়ার একটি বিশাল যন্ত্রকে একটি বাসে ঢুকিয়ে দেয়। পুলিশ বলেছে এটি সন্ত্রাসী আক্রমণ ছিল। ইসরায়েলী বার্তা মাধ্যমে ওই যন্ত্র চালককে পূর্ব জেরুসালেমের একজন ফিলিস্তিনী বলে বর্ননা করা হয়।

XS
SM
MD
LG