অ্যাকসেসিবিলিটি লিংক

ইস্রাইল-হামাস সংঘাত পরিস্থিতি


ইস্রাইল , গাযায় পরিকল্পিত স্থল বাহিনীর অভিযান আপাতত: থামিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে । ইতিমধ্যে আকাশ পথে মঙ্গলবার ইস্রাইল ও হামাস জঙ্গীদের মধ্যেকার সীমান্তের অপর পারের হামলা তত্পরতা থামাতে বিস্তর কূটনৈতিক তত্পরতা চলছে ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন জেরূযালেম যাচ্ছেন – যাচ্ছেন রামাল্লা ও কায়রোয় – আঞ্চলিক নেতাদের সঙ্গে কথাবার্তা বলতে । ক্লিনটন মঙ্গলবার ইস্রাইলের পথে ক্যাম্বোডিয়া ত্যাগ করেন । ইস্রাইলে তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতনিয়াহুর সঙ্গে কথা বলবেন । সফরকালে তিনি ফিলিস্তিনী নেতাদের সঙ্গে ও মিশরের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠকে বসবেন । হোয়াইট হাউস সূত্রে বলা হচ্ছে – এসব আলোচনায় , শান্তিপূর্ণ ফলাফলে যুক্তরাষ্ট্রের আগ্রহ কেন , সে বিষয়ে গুরুত্ব আরোপ করা হবে ।
ইতিমধ্যে , মিশরের প্রেসিডেণ্ট মোহামেদ মোরসী বলেছেন – গাযার বিরূদ্ধে ইস্রাইলের আগ্রাসন পরে আজ মঙ্গলবারেই খতম হবে এবং মিশরের মধ্যস্থতা উদ্যোগ ফিলিস্তিনী ও ইস্রাইলিদের মধ্যে অস্তিবাচক ফলাফলের মধ্যে দিয়ে অস্ত্র সম্বরন ঘটাবে , পরবর্তী কয়েক ঘন্টার ভেতরেই ।
XS
SM
MD
LG