অ্যাকসেসিবিলিটি লিংক

ইজরায়েল এবং হামাসের মধ্যেকার যুদ্ধবিরতির প্রথম দিন শেষ হয়েছে


মঙ্গলবার রাত পর্যন্ত গাজার আকাশ শান্ত রয়েছে। ইজরায়েল এবং হামাসের মধ্যেকার ৭২ ঘন্টার যুদ্ধবিরতির প্রথম দিন শেষ হয়েছে। গত প্রায় এক মাসের মধ্যে এই প্রথম দুই পক্ষ এতোটা সময় বিশ্রাম পেলো। স্থানীয় সময় সকাল আটটা থেকে দুই পক্ষ যুদ্ধবিরতি শুরু করে। ইজরায়েল উপকূলীয় ছিটমহল থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নেয়। ইজরায়েলী সেনা বলছে, সীমান্ত অবস্থান থেকে আক্রমনের চেষ্টায় হামাস ব্যবহার করতো, তাদের জানা মতে এরকম শেষ ৩২টি সুড়ঙ্গ তারা ধংস করেছে। ইজরায়েলী সৈন্য প্রত্যাহার ছিলো হামাস পক্ষের মুখ্য দাবীর একটি। হামাস প্রতিনিধিরা এখন কায়রো যাবেন, ক’দিনের ভেতরেই-অস্ত্র বিরতি মেয়াদ সম্প্রসারণ নিয়ে মিশরীয় ও ইজরায়েলী কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্যে। অস্ত্র বিরতিতে সাধুবাদ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, যতো তাড়াতাড়ি সম্ভব আলোচনা শুরু হওয়া দরকার এবং অন্তর্নিহিত বিষয়াবলীর ওপর যতদূর সম্ভব রফা হওয়া প্রয়োজন।

XS
SM
MD
LG