হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের পরদিনই আজ বুহস্পতিবার সেনেটে ইসরাইলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসাবে প্রেসিডেন্ট ট্রাম্পের পছন্দের ব্যাক্তির মনোনয়োন চুড়ান্ত হতে চলেছে।
সেনেট ফরেন রিলেশন্স কমিটি আজ আইনজীবি ডেভিড ফ্রেইডম্যানকের শুনানী করতে যাচ্ছে। ফ্রেইডম্যান ইসরাইলি বসতি স্থাপনের একজন শক্ত সমর্থক। তিনি তেল আভিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুজালেমে নেয়ারও একজন সমর্থক।
রিপাবলিকান ও ডেমোক্রেটিক দলের সমর্থক সাবেক ৫ জন রাষ্ট্রদূতের একটি দল জুডিশিয়ারি কমিটির কাছে প্রেরিত এক চিঠিতে বলেছেন বিভিন্ন বিষয়ে ফ্রেইডম্যানের দৃষ্টিভঙ্গী চরম রক্ষনশীল।
ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে ইসরাইলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসাবে ফ্রেইডম্যান হবেন সহযোগিতার সম্পর্ক ও পারস্পারিক সম্মান স্থপনের ক্ষেত্রে একটি প্রতীক।