অ্যাকসেসিবিলিটি লিংক

গাজার অবরুদ্ধ এলাকার জন্য সাহায্য-সামগ্রীবাহী জাহাজকে ইসরাইল হুঁশিয়ার করেছে


লিবিয়ার নেতা মোয়ামার গাদ্দাফির পুত্রের নেতৃত্বে পরিচালিত একটি দাতব্য সংস্থা – অবরূদ্ধ গাজার ফিলিস্তিনিদের জন্য জরুরি মানবিক সাহায্য পাঠানোর উদ্যোগ নিয়েছে।

দু হাজার টন খাদ্য ও চিকিত্সা সরঞ্জামের এই লিবীয় সাহায্য নিয়ে ‘আমালথিয়া’ নামে মলদোভার পতাকাবাহী একটি জাহাজ গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে গ্রীস থেকে । তুরস্কের সাহায্যবাহী জাহাজের বহরের ওপর ইসরাইলী কমাণ্ডোদের আক্রমণে নয় জন তুর্কী স্বেচ্ছাসেবকের প্রাণহানির ঘটনার ৬ সপ্তাহ পরে এই নতুন প্রচেশ্টা।

ইসরাইল হুঁশিয়ারী উচ্চারণ করে বলেছে, গাজার ওপর আরোপিত তাদের অবরোধ অতিক্রম করে কোনো জাহাজকেই গাজারর কোনো বন্দরে যেতে দেওয়া হবে না। ইসরাইলী কর্তৃপক্ষ জানিয়েছে, গাজার ফিলিস্তিনীদের জন্য যাবতীয় সাহায্য সামগ্রী ইসরাইলের আশদদ বন্দরে পাঠাতে হবে।

XS
SM
MD
LG