অ্যাকসেসিবিলিটি লিংক

গাজায় ইসরাইলি বিমান হামলা অব্যাহত, মৃত ২৩ জন 


গাজার স্বাস্থ্য দপ্তর জানায়, গত সপ্তাহে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলার সবচাইতে ভয়াবহ দিন ছিল রবিবার, যখন তাদের হামলায় গাজা সিটিতে ২৩ জন প্রাণ হারানI

রবিবার খুব ভোরে ইসরাইল, গাজা'র উর্ধতন হামাস নেতা, ইয়াহইয়া আল সিন্ওয়ার'র বাড়িতে বোমা বর্ষণ করেI তবে তিনি বাড়িতে ছিলেন কিনা, তা এখনো স্পষ্ট নয়I এসোসিয়েটেড প্রেস জানায়, তিনি হয়তোবা অন্যান্য হামাস নেতাদের সঙ্গে আত্মগোপন করেছেনI

এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী, বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেন যে, যতদিন প্রয়োজন ইসরাইলের বিমান হামলা অব্যাহত থাকবেI

যুক্তরাষ্ট্রের ইসরাইল-ফিলিস্তিনি বিষয়ে পররাষ্ট্র দপ্তরের উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী, হাদি আমর রবিবার প্রথমে ইসরাইলি নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং পরে একটি "নির্ভরযোগ্য শান্তি" অর্জনে পশ্চিম তটে ফিলিস্তিনি নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেনI

এছাড়াও, আজ জাতিসংঘ মহাসচিব, আন্তোনিও গুতেরেজের জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা পরিস্থিতি নিয়ে ভাষণ দেবার কথা রয়েছেI

XS
SM
MD
LG