অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইলের নির্বাচনে নেতেনইয়াহু জয়ী হতে চলেছেন


মনে হচ্ছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতেন ইয়াহু পঞ্চম বারের মতো সে দেশের ক্ষমতায় আসীন হতে যাচ্ছেন। কড়া প্রতিদ্বন্দ্বিতামূলক সংসদ নির্বাচনের ফলাফলে আজ বুধবার দেখা যাচ্ছে নেতেনইয়াহুর লিকুদ পার্টি এবং তাদের ডানপন্থি মিত্ররা , জোট সরকার গঠনের জন্য একটা ভাল অবস্থানে এসছে।

৯৭ শতাংশ ব্যালট গণনার পর লিকুদ পার্টি , সাবেক সামরিক প্রধান বেনী গ্যান্টজ’এর Blue and White Party ‘র সমপর্যায়ে এসে গেছে। ইসরাইলি সংসদ ক্নেসেটে কোন দলই একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে না পারায় ,সরকার গঠনের জন্য জোট গঠন জরুরি হয়ে পড়েছে। মনে করা হচ্ছে ১২০ সদস্য বিশিষ্ট সংসদে লিকুদ পার্টি এবং তার সহযোগিরা মিলিয়ে ৬৫টি আসন পেতে পারে। ভোট শেষ হবার কয়েক ঘন্টা পরই উভয় দল বিজয় দাবি করে। এদিকে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নেতেনইয়াহুর এই বাহ্য বিজয়কে ঐ অঞ্চলে শান্তির ভাল লক্ষণ বলে উল্লেখ করেছেন।

XS
SM
MD
LG