অ্যাকসেসিবিলিটি লিংক

মহাকাশে একটি কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র


ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো আজ শনিবার সাফল্যের সঙ্গে মহাকাশে একটি কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে। করোনা ভাইরাসের কারণে ভারতে লকডাউন শুরু হওয়ার পর এই প্রথম ইসরো থেকে কোনও মহাকাশ অভিযান করা হলো। এটির কাজ হবে তার কক্ষপথ থেকে পৃথিবীর মাটিতে নানান গবেষণামূলক কাজের পর্যবেক্ষণ করা। দক্ষিণ ভারতে অন্ধ্রপ্রদেশের শ্রীহরি কোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে আজ বিকেলে ভারতীয় উপগ্রহটি বহন করে নিয়ে গিয়েছে 'পিএসএলভি ৪৯' রকেট। তাতে আরও ৯টি কৃত্রিম উপগ্রহ গিয়েছে অন্যান্য দেশ থেকে। সেগুলোর মধ্যে ছিল যুক্তরাষ্ট্র ও লুক্সেমবুর্গ থেকে চারটি করে কৃত্রিম উপগ্রহ এবং লিথুয়ানিয়ার একটি কৃত্রিম উপগ্রহ। রকেট উৎক্ষেপণের আধঘন্টা পরে ইসরো জানায়, দশটি কৃত্রিম উপগ্রহই রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে যার যার নিজের কক্ষপথে স্থাপিত হয়েছে। এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টুইট বার্তায় ইসরোকে এই অভিযানের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, করোনা ভাইরাসের এই আবহে ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের প্রচুর প্রতিবন্ধকতার ভেতর কাজ করতে হয়েছে। তাও তাঁরা আমাদের নিজেদের এবং আরও তিনটি ক্রেতাদেশের কৃত্রিম উপগ্রহ সাফল্যের সঙ্গে কক্ষপথে স্থাপন করতে পেরেছেন। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানোর পর আরও অনেক বছর কেটে গিয়েছে। পিএসএলভি ১ থেকে শুরু করে এখন হলো ৪৯ নম্বরের এই অভিযান। এগুলোতে বিশ্বের ৩৩টি দেশের মোট ৩২৮টি কৃত্রিম উপগ্রহ ভারত যার যার প্রয়োজন মতো তাদের কক্ষপথে স্থাপন করেছে।

সরাসরি লিংক


XS
SM
MD
LG