অ্যাকসেসিবিলিটি লিংক

ইস্তাম্বুলের নৈশ ক্লাবের হত্যাকারীর ছবি দেখানো হয়েছে এক ভিডিও চিত্রে


তুরস্কের সংবাদ মাধ্যমে এক ব্যক্তির ছবি দেখানো হয়েছে ভিডিও চিত্রে, যে ব্যক্তি কিনা সেই বন্দুকধারি বলে সন্দেহ করা হচ্ছে, যাকে ইস্তাম্বুলের নৈশ ক্লাবে গুলির আঘাতে ৩৯ জনকে হত্যা করতে দেখা গিয়েছিলো।

ঐ ভিডিও চিত্র কোনো সেলফোন দিয়ে তোলা বলে দেখে মনে হয়। ঐ ফোন হাতে নিয়ে কোনো একজন ইস্তাম্বুলের তাকসিম স্কোয়ারের চারধারে হাঁটছিলো বলেই মনে হয়। ছবি তুলেছে যে ব্যক্তি তার দৃষ্টি ক্যামেরার চোখেই নিবদ্ধ থাকতে দেখা গিয়েছে- কিন্তু তার কন্ঠনিসৃত কিছু শোনা যায়নি।

ঐ ভিডিও চিত্র ঠিক কখন ধারণ করা হয়- সেটা পরিস্কার বোঝা যায় না। এর আগে কতৃপক্ষিয় সূত্র থেকে সিকিউরিটি ক্যামেরায় ধারণ করা ছবিতে ঐ সন্দেহভাজন বন্দুকধারির আবছা চেহারা পরিদৃষ্ট হয়েছে।

তুরস্কের সংবাদ মাধ্যমে বলা হয়- ঐ হামলার সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে ইস্তাম্বুল বিমান বন্দর থেকে দু’ বিদেশি নাগরীককে আটক করা হয়েছে। এ ছাড়া আর কোনো খুঁটিনাটি প্রকাশ করা হয়নি।

তুরস্কের উপ প্রধানমন্ত্রী নূমান কুরতুলমাস সোমবার সাংবাদিকদের জানান- অপর আট ব্যক্তিকেও এ ব্যাপারে আটক করা হয়েছে।

XS
SM
MD
LG