অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বব্যাপী সাইবার আক্রমন এখন নিয়ন্ত্রণে রয়েছে: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা


বিশ্বব্যাপী "রানসামওয়্যার" সাইবার আক্রমণ সোমবার কিছুটা স্থিমিত হলেও হাজার হাজার কম্পিউটার বিশেষ করে এশিয়ায় হামলার শিকার হয়। তিন দিন আগে ১৫০টি দেশে কম্পিউটার ভাইরাস ছড়িয়ে পড়ার পর আজ অনেকে যখন প্রথম কম্পিউটার খোলেন তখন ওই হামলা হয়।

ব্রিটেনে স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, শুক্রবার সেখানে জাতীয় স্বাস্থ্য সেবা ব্যবস্থায় প্রচন্ড প্রভাব পড়ে এবং আজও সেখানে সমস্যা হচ্ছে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রী Jeremy Hunt বলেছেন, এটা উৎসাহজনক খবর যে দ্বিতীয়বার যে ব্যাপক আক্রমণ হওয়ার কথা ছিল তা হয়নি।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অভ্যন্তরীন নিরাপত্তা উপদেষ্টা Tom Bossert এবিসি টেলিভিশনকে জানিয়েছেন, "বিশ্বব্যাপী সাইবার আক্রমন এমন কিছু একটা "যা এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।"

কিন্তু ঐ সাইবার আক্রমনকে "অত্যন্ত গুরুতর হুমকি" হিসাবে বর্ননা করে Tom Bossert জানিয়েছেন, বিশ্ব জুড়ে কারখানা, ব্যাংক, সরকারী সংস্থা, হাসপাতাল এবং পরিবহন ব্যবস্থার ২ লাখ কম্পিউটারকে অকেজো করে দিয়েছে ঐ সাইবার আক্রমন।

XS
SM
MD
LG