অ্যাকসেসিবিলিটি লিংক

ইটালিতে ইউনিয়নের ডাকে দেশব্যাপী হরতাল


ইটালিতে প্রধান দু’টি ইউনিয়নের ডাকে দেশব্যাপী হরতাল পালিত হচ্ছে।

শুক্রবার হাজার হাজার কর্মী মিছিলে অংশ নেয়। ইটালির ৫০টির বেশি শহরে হরতাল পালিত হয়।

প্রধানমন্ত্রী ম্যাটিও রেঞ্জী প্রদত্ত শ্রমিক আইন পরিবর্তনের পরিকল্পনার বিরুদ্ধে যে হরতাল হচ্ছে, এই হরতাল তারই সাম্প্রতিকতম। ঐ আইনের ফলে কোম্পানীগুলো তাদের কর্মীদের খুব সহজেই কাজ থেকে বরখাস্তত করতে পারবে।

মিঃ রেঞ্জী বলেছেন, তিনি শ্রমিকদের হরতালের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল তবে ইটালির অর্থনীতিকে শক্তিশালী করা জন্য এবং চাকরী সৃষ্টির ক্ষেত্রে প্রয়োজনে তিনি অর্থনৈতিক বিষয়ের ক্ষেত্রে অনমনীয় থাকবেন।

হরতালের কারনে সাধারণ পরিবহন, স্কুল কলেজ, হাসপাতাল এবং সাধারণ পরিসেবা ক্ষতিগ্রস্থ হচ্ছে।

XS
SM
MD
LG