অ্যাকসেসিবিলিটি লিংক

মানুষ আগুন লাগিয়ে ইতালির দাবানলের অর্ধেকেরও বেশি সৃষ্টি করেছে


ইতালির মধ্যাঞ্চলের পেসকারায় ভয়াবহ দাবানলে ঐতিহাসিক পাইনউড পুড়তে দেখা যাচ্ছে। আগষ্ট ০১, ২০২১।
ইতালির মধ্যাঞ্চলের পেসকারায় ভয়াবহ দাবানলে ঐতিহাসিক পাইনউড পুড়তে দেখা যাচ্ছে। আগষ্ট ০১, ২০২১।

ইতালিতে চলতি বছরে প্রায় ৮০০ দাবানল আঘাত হেনেছে। যা স্বাভাবিক বছরগুলোর তুলনায় তিনগুন বেশি এবং এতে কয়েক মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। কিন্তু ঐ দাবানলের অর্ধেকের বেশি সম্ভবত অগ্নিসংযোগকারী বা কৃষকরা আগুনের নিয়ম লঙ্ঘন করে শুরু করেছিলেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

ইতালির দক্ষিণাঞ্চলে নেপলস থেকে ৪৮ কিলোমিটার দূরে মন্টেসার্শিও শহরের কাছে গত বৃহস্পতিবার ৫০ বছর বয়স্ক একজন মেষপালক যখন ঝোপঝাড়ে আগুন ধরাচ্ছিলেন, তখন তা নজরদারি ক্যামেরায় ধরা পড়ায়, তাকে গ্রেফতার করা হয়। ঐ স্থানটির কাছাকাছি গত বছর একটি দাবানল হয়েছিল।

স্থানীয় কর্মকর্তা বলছেন, ঐ কৃষক সম্ভবত তার চারণভূমি নবায়নের লক্ষ্য, এই ধরনের আগুন নিয়ন্ত্রনের জন্য যে কঠোর নিয়ম রয়েছে, তা অমান্য করে আগুন ধরিয়েছিলেন। তারা বলছিলেন, কারাবিনিয়েরি অফিসার বা নজরদারি কর্মকর্তাদের এগিয়ে আসতে দেখে সে তার লাইটারটি সরিয়ে ফেলার চেষ্টা করেছিল।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অগ্নিসংযোগকারীরা আরও বেশি উদ্বেগজনক।

গত সপ্তাহে পরিবেশ পরিবর্তন মন্ত্রী রবার্তো সিঙ্গোলানি পার্লামেন্টে বলেছিলেন, ইতালির সাম্প্রতিক দাবানলগুলোর ৫৭.৪ শতাংশ অগ্নিসংযোগের কারণে এবং ১৩.৭ শতাংশ মানুষের অনিচ্ছাকৃত কাজের কারণে ঘটেছে।

XS
SM
MD
LG