রবিবার ইটালিতে ভোটকেন্দ্রগুলো বন্ধ হওয়ার পর বুথ ফেরত জনমত সমীক্ষায় এই ইঙ্গিত পাওয়া যায় যে কোন একটি দল সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাবে না। তবে পপুলিস্ট বা লোকরঞ্জনবাদী দলগুলো যথেষ্ট ভোট পাবে।
জনমত সমীক্ষায় দেখা যায় প্রশাসনিক ধারণা বিরোধী দল মুভমেন্ট ফাইভ স্টেল বা এমফাইভএস হয়ত ২৯ থেকে ৩১ শতাংশ ভোট পাবে। সবকিছু ঠিকঠাক থাকলে দলটি নিম্নকক্ষে ২১৬ থেকে ২৩৬ আসন পেয়ে এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাওয়া একক দল হিসেবে আবির্ভূত হতে পারে।
ডানপন্থি দল নর্দার্ন লিগ ১৭ শতাংশ ভোট পেয়েছে।
তৃতীয় অবস্থানে আছে সাবেক প্রধান মন্ত্রী সিলভিও বার্লুসকোনির দল ‘ফোরসা ইটালিয়া' ।