অ্যাকসেসিবিলিটি লিংক

ইটালি থেকে কম বয়সী অভিবাসীদের ফ্রান্সে প্রবেশের চেষ্টা


অক্সফাম জানিয়েছে ইটালি থেকে আগত কমবয়সী অভিবাসীরা ফ্রান্সে প্রবেশের চেষ্টা করলে ফ্রান্সের সীমান্ত পুলিশ তাদের সংগে প্রচণ্ড খারাপ ব্যাবহার করে। ফ্রান্স এবং ইউরোপীয়ান ইউনিয়ন প্রদত্ত আইন লঙ্ঘন করে ঐসব বেআইনি অভিবাসীদের তারা ইটালিতে ফেরত পাঠায়।
অক্সফামের সদ্য প্রকাশিত , "No where But Out." শিরনামের এক রিপোর্টে সদস্যরা জানিয়েছেন, সীমান্ত রক্ষীরা কিছু ছেলেমেয়েকে ইটালিতে ফেরত পাঠানোর আগে তাদেরজুতোর তলা কেটে দিয়েছে। একজন সাহায্য কারী কর্মী জানিয়েছেন, পুলিশ তাদের লক্ষ্য করে চিৎকার করে, বিদ্রূপাত্মক হাসি হাসেতাদেরকে ধাক্কা দেয় এবং বলতে থাকে “তোমরা কখনই এই এলাকায় ঢুকতে পারবে না”। কিছু ছেলেমেয়েদের কাছ থেকে মোবাইল ফোন জোর করে নিয়ে নেয় এবং সিম কার্ডও বের করে নেয়।অভিবাসীদের ফোনে সংরক্ষিত ডেটা এবং ফোন নম্বরসবই মুছে দেয়া হয়।

এদের অনেকেই তাদের বাবা মার সংগে ফোনে যোগাযোগ করতে পারছে না ।অভিবাসী সংকট নিয়ে ফ্রান্স ও ইটালির মধ্যে যে সংকট দেখা দিয়েছে তা নিরসনের উদ্দেশে আজ শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট এবং ইটালির প্রধানমন্ত্রীবৈঠক করছেন।

XS
SM
MD
LG