অ্যাকসেসিবিলিটি লিংক

ইতালিতে নতুন জোট সরকার গঠন করতে যাচ্ছে কন্তে


ইতালির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী গুইসেপ্পে কন্তে দেশটিতে নতুন জোট গঠনে সম্মত হয়েছেন। এ সময় তিনি ইতালিকে আরো ঐক্যবদ্ধ ও সর্বব্যাপী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এর আগে গত সপ্তাহে ইতালির জাতীয়তাবাদীদের সঙ্গে থাকা তার সরকার ভেঙে যায়।

কন্তে বলেন, ইতালির উচিত ইউরোপের নেতৃত্বে থাকা। গত সপ্তাহে তিনি ইতালীর স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনির তীব্র সমালোচনা করেন। বলেন, ব্যক্তিগত ও নিজের দলীয় স্বার্থেই তিনি ইতালিকে এমন রাজনৈতিক সংকটে ফেলেছেন সালভিনি। নতুন জোটের বিষয়ে কন্তে বলেন, এটি হবে জনগণের জন্য একটি কল্যাণকর সরকার। এ সরকার দেশকে আধুনিক করে তুলবে এবং আমাদের এই দেশকে আন্তর্জাতিক অঙ্গনে পূর্বের তুলনায় আরো প্রতিযোগী হিসেবে প্রতিষ্ঠিত করবে।

একইসঙ্গে, ইতালি হয়ে উঠবে আরো সর্বব্যাপী। এদিকে আগামী ১৯শে অক্টোবর সদ্য গড়ে ওঠা ওই জোটের বিরুদ্ধে রাজধানী রোমে বিক্ষোভের ডাক দিয়েছেন সালভিনি।

XS
SM
MD
LG