অ্যাকসেসিবিলিটি লিংক

আইভোরি কোস্টে হামলার দায় স্বীকার করেছে আল কায়দা উত্তর আফ্রিকা শাখা


আইভোরি কোস্টের কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার জনপ্রিয় একটি সৈকতে জিহাদি জঙ্গিদের হামলায় মোট ২১ জন নিহত হয়েছেন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামেদ বাকেওকো বলেছেন, নিহতদের মধ্যে ১৫ জন অসামরিক ব্যক্তি, তিনজন সৈন্য এবং তিনজন বন্দুকধারী রয়েছে। আহত হয়েছেন আরো ৩৩ জন।

এর আগে জানা গিয়েছিল ছয়জন বন্দুকধারী রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন, অন্যান্য আক্রমণকারী লুকিয়ে আছে কিনা সে বিষয়ে কর্তৃপক্ষের কাছে কোন তথ্য নেই।

মুখপাত্র জানান, ঘটনাস্থলের কাছাকাছি হোটেল ও রেস্তোরাঁর নিরাপত্তা সর্বোচ্চ জোরদার করা হয়েছে।

আল-কায়েদার উত্তর আফ্রিকা শাখা হামলার দায় স্বীকার করেছে। যে হামলার লক্ষ্যবস্তু ছিল গ্র্যান্ড-বাসাম শহরের হোটেলগুলো। পশ্চিম আফ্রিকার হোটেলগুলোকে লক্ষ্যবস্তুতে পরিনত করার চার মাসের মধ্যে এটা ছিল তৃতীয় হামলা।

XS
SM
MD
LG