বিশ্বের সর্ববৃহৎ মুসলমান অধ্যুষিত দেশ ইন্দোনেশীয়ার রাজধানী জাকার্তায় ইসলামি ষ্টেটের প্রথম হামলার একদিন পর শুক্রবার জাকার্তায় পুলিস সহ বিভিন্ন বাহিনীর মাধ্যমে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে শহরকে। ঐ হামলায় ২ অসামরিক নাগরিকসহ ৭ জন মারা যায়। কয়েকজন ইউরোপিয়নসহ ২ ডজনেরও বেশী মানুষ আহত হয়।
জাকার্তার আপস্কেল প্লাজার বড় শপিং সেন্টারটিতে নিরাপত্তা রক্ষীরা আধুনিক অস্ত্র হাতে পাহারায় নিয়োজিত রয়েছেন। অন্যান্য শপিং মল, কুটনৈতিক এলাকা, হাসপাতাল, সহ শহরের সব গুরুত্বপূর্ন স্থাপনা ও স্পর্শকাতর স্থানসমূহেও বাড়ানো হয়েছে নিরাপত্তা প্রহরা।
যুক্তরাষ্ট্রসহ বেশকিছু দেশ তাদের দুতাবাসসমূহ শুক্রবার বন্ধ রেখেছে।
শুক্রবার সন্দেহভাজন ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। দীপক নামে ৪০ বছর বয়সী একজনকে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র বিশেষজ্ঞ বলে সেন্দেহ করে ঐ হামলার ঘটনায় জড়িত কিনা তা জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।