অ্যাকসেসিবিলিটি লিংক

জাপানি নাগরিক হত্যা মামলায় জেএমবি'র সাত সদস্যের বিচার শুরু


বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগীয় শহরের একটি আদালতে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি'র সাত সদস্যের বিচারের কাজ শুরু হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক জানান, এ মামলার অভিযোগপত্রভুক্ত আট আসামির বিরুদ্ধে মঙ্গলবার আদালতে অভিযোগ গঠনের পর হত্যা মামলাটির বিচারিক কার্যক্রম শুরুর আদেশ দেয় আদালত।

এ সময় আদালতে উপস্থিত কারা হেফাজতে থাকা ৫ আসামী নিজেদের নির্দোষ দাবি করেন। বাকি ৩ জনের মধ্যে দুইজন পলাতক রয়েছেন এবং অপরজন পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে নিহত হন।

২০১৫ সালের ৩রা অক্টোবর রংপুরের আলুটারি গ্রামে ৬৬ বছর বয়সি কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পরপর মধ্যপ্রাচ্য ভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস এ হত্যার দায় স্বীকার করলেও সরকার তা নাকচ করে দেয়। ঢাকা থেকে জহুরুল আলম।

please wait

No media source currently available

0:00 0:00:54 0:00

XS
SM
MD
LG