অ্যাকসেসিবিলিটি লিংক

জপানের অর্থনীতিতে মন্দা


জাপানের অর্থনীতিতে মন্দা দেখা দিয়েছে। জাপান পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতি।

নতুন তথ্যে দেখা গেছে, জুলাই, অগাস্ট এবং সেপ্টেম্বর মাসে জাপানের অর্থনীতিতে বার্ষিক ১দশমিক ৬ শতাংশ হারে সংকোচন দেখা গেছে। এর আগের তিন মাসের তুলনায় তা দ্রুত হারে সংকুচিত হয়েছে। পাঠ্যবইয়ে বলা হয়, ৬ মাস ধরে যদি প্রবৃদ্ধির হার নেতিবাচক হয়, তাহলে তাকে মন্দা হিসেবে সংজ্ঞায়িত করা যায়।

অর্থনীতি সংকোচনের পর আসে কর বৃদ্ধি। যা ভোক্তা এবং ব্যবসা প্রতিষ্ঠানদের ব্যয়ে নিরুতসাহিত করে। অর্থনীতিবিষয়ক পত্রিকায় প্রকাশিত প্রবন্ধে বলা হচ্ছে, অর্থনৈতিক দুঃসংবাদের কারণে, প্রধানমন্ত্রী শিনযো আবে, আবারো করবৃদ্ধি এবং আগাম নির্বাচন পিছিয়ে দেবেন।

মিঃ আবে যখন ক্ষমতা গ্রহণ করেন তখন এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, জনগনের ব্যয় এবং অর্থনৈতিক সংস্কারে তিনি বিশাল প্রণোদনা যোগাবেন। এই পরিকল্পনা ‘আবেনমিক্স’ বা আবে অর্থনীতি হিসেবে পরিচিত।

অর্থনীতির এই সংকোচনে অনেক বিশেষজ্ঞ বিস্ময় প্রকাশ করেছেন। তারা ভবিষ্যদ্বাণী করেছিলেন, জাপানের অর্থনীতি ইতিবাচক দিকে অগ্রসর হবে।

XS
SM
MD
LG