অ্যাকসেসিবিলিটি লিংক

জাপানে যারা ভোট দিয়েছেন তাদের জরিপে দেখা যাচ্ছে আবের ক্ষমতাসীন কোয়ালিশন জয়লাভ করতে যাচ্ছে


An election official waits for the start of ballot counting for Japan's lower house election at a counting centre in Tokyo, Japan, Oct. 22, 2017.
An election official waits for the start of ballot counting for Japan's lower house election at a counting centre in Tokyo, Japan, Oct. 22, 2017.
Japan's Prime Minister Shinzo Abe, leader of the Liberal Democratic Party, greets his supporters after making a speech at an election campaign rally in Tokyo, Japan, Oct. 20, 2017.
Japan's Prime Minister Shinzo Abe, leader of the Liberal Democratic Party, greets his supporters after making a speech at an election campaign rally in Tokyo, Japan, Oct. 20, 2017.

জাপানে সাধারণ নির্বাচনে যারা ভোট দিয়েছেন তাদের জনমত সমীক্ষায় এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিনজো আবের ক্ষমতাসীন কোয়ালিশন জয়লাভ করতে যাচ্ছে।

টিবিএস টেলিভিশন পরিচালিত জরিপে, আবের লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) নেতৃত্বধীন জোট দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখবে। আবে সেপ্টেম্বর মাসে দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙ্গে দেন এবং তার আগে এলডিপির দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ছিল।

স্ন্যাপ বা অগ্রীম নির্বাচনে বিজয়, নিশ্চিত করবে যে আবে তিন বছরের আরেক মেয়াদের জন্য এলডিপি জোটের প্রধান থাকবেন। এবং সেটা হলে শিনজো আবে হবেন জাপানের সবচেয়ে দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রী।

লক্ষ লক্ষ মানুষ শক্তিশালী টাইফুন ল্যান উপেক্ষা করে জাপানে ভোট দিতে গেছে।

XS
SM
MD
LG