জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সম্প্রতি ইউরোপ ও ব্রিটেনের সঙ্গে সামরিক সংযোগ আরো দৃঢ় করার লক্ষ্যে এবং জাপান-যুক্তরাষ্ট্র মৈত্রীর প্রতি গুরুত্ব আরোপ করতে জি-সেভেন’এর অধিকাংশ সদস্য রাষ্ট্রে এক সপ্তাহব্যাপী একটি সফর সম্পন্ন করেছেন। চীনের ক্রমবর্ধমান হুমকির প্রতি দৃষ্টি রেখেই জাপান তার দ্বিতীয় বিশ্ব যুদ্ধোত্তর ক্ষীণ সামরিক শক্তি রাখার নীতি থেকে বেরিয়ে আসছে বলে মনে হচ্ছে । এ বছর জাপান জি-সেভেন’এর নেতৃত্ব দিচ্ছে এবং জাপানই হচ্ছে অর্থনৈতিক দিক থেকে এশিয়ার একমাত্র দেশ যে কীনা জি-সেভেনের সদস্য রাষ্ট্র। তবে কিশিদার সাম্প্রতিক এই সফরে অর্থনীতির চেয়ে বেশি করে নজর দেয়া হয় নিরাপত্তার দিকে । এ সব বিষয় বিশ্লেষণ করছেন আটলান্টা থেকে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী এবং আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের ফ্যাকাল্টি, ড.সাঈদ ইফতেখার আহমেদ। আর তাঁর সঙ্গে স্কাইপে কথা বলেছেন, ওয়াশিংটন থেকে ভয়েস অফ আমেরিকার আনিস আহমেদ।