অ্যাকসেসিবিলিটি লিংক

আড়াই’শ বছরে জাপানের ‘মাউন্ট লো’ আগ্নেয়গিরিতে প্রথম অগ্ন্যুৎপাত 


জাপানে মাউন্ট লো’আগ্নেয়গিরিতে আড়াই’শ বছরের মধ্যে প্রথম বারের মত অগ্ন্যুৎপাত ঘটেছে।আকাশ ঘন ধোঁয়ায় ছেয়ে যায় এবং উদ্গীরণের সংগে পাথারও ছিটকে পড়তে দেখা গেছে। জাপানের আবহাওয়া সংস্থা এবং স্থানীয় সংবাদ মাধ্যমের ধারণ করা ভিডিও চিত্রে পাহাড়ারের আশেপাশের বেশ কিছু এলাকায় সাদা এবং ধূসর ঘন ধোঁয়ায় ভরে যেতে দেখা যায়।

কর্তৃপক্ষ, মাউন্ট লো’এলাকার সর্বত্র no-go zone বা সেখানে যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে। শুক্রবার অগ্ন্যুৎপাত কিছুক্ষণের জন্য খানেকটা কমেছে মনে হলেও কর্তৃপক্ষ আশেপাশের শহরবাসীদের সতর্ক করেছেন যে অগ্ন্যুৎপাতের ছাই এবং পাথর ঐ এলাকাতে ছিটকে আসতে পারে।

জাপানের দক্ষিঞ্চলের প্রধান কায়ুসু দ্বীপের কিরিশিমা পর্বতের শৃঙ্গমালার একটি অংশ হচ্ছে মাউন্ট লো।ঐ এলাকাটি টোকিওর ৬২০মাইল দক্ষিণপশ্চিমে অবস্থিত।

XS
SM
MD
LG