ভারতের তামিলনাড়ুর সদ্য প্রয়াত মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতার শেষকৃত্য, মঙ্গলবার সন্ধ্যায় চেন্নাইয়ের মেরিনা বিচে সম্পন্ন হয়।
জয়ললিতা যে অসাধারণ জনপ্রিয় ছিলেন, তাতে সন্দেহ নেই। কয়েকবার নির্বাচনী পরাজয় সত্বেও চার-চার বার মুখ্যমন্ত্রী হন জয়া। এক কথায় বলা চলে, তিনি রাজ্যপাট চালাতেন প্রজাদরদী কিন্তু একনায়ক শাসকের ধরণে। সাধারণ মানুষের উপকারে বহু ব্যবস্থা নিয়েছিলেন জয়া। তাঁর অসুস্থতার সময় ও মৃত্যুর পরে মানুষের হাহাকারের আবেগে তারই প্রতিফলন দেখা গেল।
আবার তিনি অপমান ভুলতেন না, রাজনৈতিক শত্রুদের প্রতি ছিলেন ক্ষমাহীন। দিল্লির রাজনীতিতে সরাসরি আগ্রহ না দেখালেও সংসদে নিজের দলের গুরুত্ব নিশ্চিত করেছেন জোট রাজনীতিতে সাংসদ সংখ্যার সুবাদে। কলকাতা থেকে গৌতম গুপ্ত।