বিভিন্ন দুর্ঘটনার শিকার হলে, কোনও ছোঁয়াচে ব্যাধিতে আক্রান্ত হলে অথবা যে কন প্রকারের মারাত্মক আঘাত বা কর্কট রোগের অপারেশান থেকে, মানুষের অঙ্গচ্ছেদ অর্থাৎ হাত অথবা পা হারানোর আশঙ্কা থাকে।
চিকিৎসকেরা গত কয়েক দশক ধরে এই বিষয়ে গবেষণা এবং বিভিন্ন ধরণের পরীক্ষা নিরীক্ষা চালিয়ে আসছেন। বর্তমানে এক বিশেষ অস্ত্রোপচারের সাহায্যে চিকিৎসকেরা রোগীদের এই অঙ্গহানি প্রতিরোধ করতে সক্ষম হচ্ছেন।
এ বিষয়ে আজকের বিজ্ঞান ও প্রযুক্তি পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা Carol Pearson এর প্রতিবেদনটির বাংলা রুপান্তর পড়ে শোনাচ্ছেন জয়তি দাশগুপ্ত।