অ্যাকসেসিবিলিটি লিংক

‘বন্দুক যুদ্ধে’ নব্য জেএমবি'র আঞ্চলিক কমান্ডার নিহত


বাংলাদেশের পশিমাঞ্চলের কুষ্টিয়া জেলা শহরে সোমবার ভোরে পুলিশের সঙ্গে ‘বন্দুক যুদ্ধে’ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়তুল মুজাহেদিন বাংলাদেশ বা জেএমবি'র এক আঞ্চলিক নেতা নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ নিহত ব্যক্তিকে 'নব্য জেএমবি' এর আঞ্চলিক কমান্ডার টুলু মোল্লা বলে শনাক্ত করেছে। পুলিশের খুলনা রেঞ্জের উপ মহাপরিদর্শক এস এম মনিরুজ্জামান সাংবাদিকদের বলেছেন, টুলু মোল্লা হোমিও চিকিৎসক মীর সানাউর রহমান হত্যায় জড়িত ছিল।

তিনি বলেন, সানাউর হত্যার ঘটনায় জড়িত নব্য জেএমবি'র চার সদস্যকে শনিবার কুষ্টিয়ার গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে আজিজুল ও সাইজুদ্দিন রোববার কুষ্টিয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে উল্লেখ করে তিনি বলেন জবানবন্দিতে তারা বলেছেন, সানাউর হত্যায় সরাসরি অংশ নেয়া তিনজন হলেন বিকাশ, শফিউল ইসলাম ও হাসান। তারা তিনজনই ইতোমধ্যেই নিহত হয়েছেন বলে জানায় পুলিশ।

গত ২০ মে কুষ্টিয়া জেলার প্রত্যন্ত গ্রাম শিশিরমাঠ এলাকায় সানাউরকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঢাকা থেকে জহুরুল আলম।

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00

XS
SM
MD
LG