অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে জেএমবির নারী শাখার ৪ জন গুরুত্বপূর্ণ সদস্য আটক


নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামায়েতুল মোজাহেদীন বাংলাদেশ বা জেএমবির নারী শাখার ৪ জন গুরুত্বপূর্ণ সদস্যকে আটকের কথা জানিয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বা র‌্যাব। র‌্যাব জানায়, ৪ জনের মধ্যে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন এবং তিনি জেএমবির নারী শাখার উপদেষ্টা। বাকি তিনজন ঢাকার মানারাত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও জেএমবির নারী শাখার গুরুত্বপূর্ণ সদস্য। তাদের ঢাকার কয়েকটি এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগেও জেএমবি’র কয়েকজন নারী সদস্যকে দেশের কয়েকটি স্থান থেকে গ্রেফতারের ঘটনা ঘটেছে।
এদিকে, পুলিশ জানিয়েছে, গুলশান হামলার ঘটনায় চিহ্নিত তিনজন অন্যতম পরিকল্পনাকারীর বাইরেও আরও ৭ থেকে ৮ জন পরিকল্পনাকারীকে সনাক্ত করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানান, সনাক্তকারীদের পরিচয়সহ বিস্তারিত কিছু জানা যায়নি। তবে এ ব্যাপারে জোর চেষ্টা চলছে।

ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG