সরকারী সংবাদ সংস্থার দেওয়া তথ্যনুযায়ী জানা যাচ্ছে আজ ভারত পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্ত টপকে চার থেকে ছয় জন জঙ্গির ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। জম্মু কাশ্মীরের সাম্বা সেক্টরে বিএসএফের গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়েছে, এবং বাকি জঙ্গিরা ফিরে যেতে বাধ্য হয়েছে বলেও জানা গেছে।
গোয়েন্দা সূত্রে খবর, অতি সম্প্রতি ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে সতর্ক হয়েছে পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক সেনার নজরদারি বেড়েছে, যে কোনও মুহূর্তে আরও একটি সার্জিক্যাল স্ট্রাইকের আশঙ্কা করছে তারা। পাকিস্তানে এখনও বারোটি জঙ্গিদের লঞ্চ প্যাড সক্রিয় রয়েছে বলে গোয়েন্দারা মনে করছেন। এগুলিতে ঘাঁটি গেড়েছে প্রায় তিনশো জঙ্গি, সুযোগ পেলেই এ দেশে ঢোকার চেষ্টা করবে তারা। পাশাপাশি জম্মুর রাজৌরিতে আজ একটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে সেনা। সেখান থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র, যার মধ্যে রয়েছে একে ছাপান্ন রাইফেল, রকেট প্রপেলড গ্রেনেড, পিস্তল, হ্যান্ড গ্রেনেড, লাইট মেশিনগান, মর্টার বম্ব, প্রচুর গোলাবারুদ।
ভারতীয় সেনা জানিয়েছে গত চার পাঁচ দিন ধরে রাজৌরি, সুরানকোট, মেন্ধার, মান্ডি, থানামান্ডি এলাকা অনুসন্ধান চালায় তারা। পাশাপাশি পাহাড় ও জঙ্গলের দুর্গম এলাকায় ঘুরে ঘুরে জঙ্গিদের সন্ধানও চলছে। তল্লাশির সময়েই জঙ্গিদের এই ঘাঁটির খোঁজ মিলেছে। গত কয়েকদিন আগে আখনুরের কেরি বাট্টাল এলাকায় জিআরইএফ ছাউনিতে জঙ্গি হামলার আগে থেকেই রাজৌরি জেলায় জঙ্গি অনুপ্রবেশ নিয়ে সতর্কবার্তা ছিল। জঙ্গি হামলায় তিন শ্রমিকের মৃত্যুর পরই গোটা এলাকায় সেনা ও নিরাপত্তা বাহিনীর চিরুনি তল্লাশি চলছে বলেই সেনাবাহিনী ও সরকারী সূত্রের খবর।