অ্যাকসেসিবিলিটি লিংক

টীকা কর্মসূচির মন্থরগতিতে জো বাইডেনের অসন্তোষ প্রকাশ 


প্রেসিডেন্ট মনোনীত জো বাইডেন, মঙ্গলবার, বর্তমান প্রশাসনের মন্থর টীকা কর্মসূচির সমালোচনা করে বলেন, এই প্রশাসন টীকাদানের প্রতিশ্রূতি রাখতে পারেনি, তারা অনেকটাই পিছিয়ে রয়েছেI জো বাইডেন বলে, তিনি দায়িত্ব নেবার প্রথম ১০০ দিনে ১০ কোটি টীকাদান বাস্তবায়ন করবেনI তবে সেজন্য তাঁকে আগ্রাসী হতে হবে, তবেই তা, সঠিক পথে এগোবেI

বিশেষজ্ঞদের অবহিতকরণ শেষে, জো বাইডেন বলেন, দেশের সবচাইতে প্রক্রিয়াগত চ্যালেঞ্জ মোকাবেলার দায়িত্ব তাঁকেই নিতে হবেI সংক্রমণ বিশেষজ্ঞ, ড: ফাউচি বলেন, জনগণ পরামর্শ বা উপদেশ না মানায়, করোনা পরিস্থিতি এখন বহুলাংশে নাগালের বাইরে চলে গেছেI তবে তিনি বলেন,"জো বাইডেনের নের্তৃত্বে আমরা আশস্ত হতে পারি যে, স্বাভাবিক অবস্থায় আমরা ফিরে আসবো,তবে তাতে কিছুটা সময় লাগবে"I

XS
SM
MD
LG