অ্যাকসেসিবিলিটি লিংক

জলবায়ু সঙ্কট নিরসনে জন কেরি'র মনোনয়নকে স্বাগত বিভিন্ন মহলের 


প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী, জন্য কেরিকে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ জলবায়ু সঙ্কটে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি করাকে স্বাগত জানানো হয়েছে বিভিন্ন মহল থেকেI প্রেসিডেন্ট মনোনীত জো বাইডেন, আগাগোড়াই জলবায়ু সঙ্কট নিরসনের ব্যাপারে সোচ্চার ছিলেনI এই পদটি সৃষ্টি করে, তিনি এখন এই সমস্যার প্রতি বিশেষ গুরুত্ব দেবার নজির রাখছেনI

জো বাইডেনের এই সিদ্ধান্ত, বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের জলবায়ুকে "ধাপ্পাবাজি" বলে আখ্যা দেবার ঠিক বিপরীতI নভেম্বরের ৪ তারিখে, অর্থাৎ নির্বাচনের একদিন পরেই যুক্তরাষ্ট্র, সরকারিভাবে প্যারিস চুক্তি থেকে প্রত্যাহারের কথা ঘোষণা করেI অন্যদিকে জো বাইডেন ঘোষণা করেছেন, দায়িত্ব নেবার সঙ্গে সঙ্গে তিনি প্যারিস চুক্তি বহাল করবেনI

XS
SM
MD
LG