অ্যাকসেসিবিলিটি লিংক

জর্ডানে সরকারের কৃচ্ছতা সাধনের কর্মসূচীর প্রতিবাদে হাজার হাজার নাগরিক বিক্ষোভ করে


Demonstrators clash with riot police during a protest in Amman, Jordan, June 2, 2018.
Demonstrators clash with riot police during a protest in Amman, Jordan, June 2, 2018.

কর বৃদ্ধি ও মূল্য বৃদ্ধি সহ কৃচ্ছতা সাধনের কর্মসূচীর প্রতিবাদে জর্ডানে সরকারের বিরুদ্ধে বিশাল প্রতিবাদ বিক্ষোভ হয়। হাজার হাজার নাগরিক ওই প্রতিবাদ বিক্ষোভে যোগ দেয়।

Police officers secure Jordan's Prime Minister's office during a protest in Amman, Jordan, June 2, 2018.
Police officers secure Jordan's Prime Minister's office during a protest in Amman, Jordan, June 2, 2018.

শনিবার রাতে দাঙ্গা পুলিশ, বিক্ষোভকারীদের দমন করতে চেষ্টা করে। প্রধানমন্ত্রীর দফতর থেকে বিক্ষোভকারীদের দূরে রাখার জন্য পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে ও রাস্তা আটকে দেয়।

বিক্ষোভকারীরা সরকারের পতন দাবী করে স্লোগান দেয়।

তার আগে শনিবার বাদশাহ আব্দুল্লাহ প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ এবং উর্ধতন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সরকারী সংবাদ সংস্থা পেট্রা বাদশাহ’র উদ্ধৃতি দিয়ে বলেছে আর্থনীতিক সংস্কারের বোঝা জর্ডানের নাগরিকরা একা বহন করতে পারবে না।

XS
SM
MD
LG