অ্যাকসেসিবিলিটি লিংক

জেপি মর্গ্যান চেইসের নিয়োগ প্রক্রিয়া নিয়ে তদন্ত চলছে


যুক্তরাষ্ট্রের একটি প্রধান সংবাদপত্র বলছে, জেপি মর্গ্যান চেইস নামক প্রতিষ্ঠানটি চীনে লাভজনক ব্যবসা পাবার উদ্দেশ্যে, ক্ষমতাবান চীনা কর্মকর্তাদের সন্তানদের চাকুরি দিয়েছে কিনা, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার, তা তদন্ত করে দেখছে।

শনিবার, দ্য নিউ ইয়র্ক টাইমস-এর ওয়েবসাইটে পত্রিকাটি যুক্তরাষ্ট্রের একটি গোপণ ফাইলের বরাত দিয়ে সংবাদটি প্রকাশ করে।

পত্রিকাটি আরো বলেছে, ঐ সরকারী নথিপত্রে, জেপি মর্গ্যান এর চাকুরি দেয়ার প্রক্রিয়ার সঙ্গে ব্যবসা পাবার কোন সরাসরি যোগাযোগের কথার উল্লেখ নেই। সেখানে ঐ পদপ্রার্থীরা অযোগ্য এ ধরনের কোন কথাও বলা হচ্ছে না। ঐ ব্যাংকের বিরুদ্ধে কোন অনিয়মের অভিযোগও আনা হয়নি।

তবে, পত্রিকাটি বলছে, টাং সুয়াংনিং এর পুত্র টাং সিয়াওনিং কে নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। সুয়াংনিং চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনৈতিক কর্পোরেশনের চেয়ারম্যান। এবং এই নিয়োগের পর ব্যাংকটি ঐ কর্পোরেশনের কাছ থেকে বেশ কিছু কাজ পেয়েছে।

পত্রিকাটি আরো বলেছে, ব্যাংকটি এক চীনা রেল কর্মকর্তার মেয়েকে নিয়োগ দিয়েছে হংকং শাখায়। ঐ একই সময় ব্যাংকটি, দেশের সরকারের জন্যে রেললাইন তৈরি করে এরকম একটি প্রতিষ্ঠানের দায়িত্ব নেয়ার জন্যে নির্বাচিত হয়। প্রতিষ্ঠানটিকে পাবলিক কম্পানীতে রূপান্তরিত করা হচ্ছিল।
XS
SM
MD
LG