অ্যাকসেসিবিলিটি লিংক

কাবুলে তিন দিনে দ্বিতীয় আক্রমণে ১১জন নিহত


Afghan security forces keep watch near the site of an attack at the Marshal Fahim military academy in Kabul, Afghanistan January 29, 2018.REUTERS/Mohammad Ismail - RC1D16822F60
Afghan security forces keep watch near the site of an attack at the Marshal Fahim military academy in Kabul, Afghanistan January 29, 2018.REUTERS/Mohammad Ismail - RC1D16822F60

সোমবার খুব ভোরে, কাবুলে এক সামরিক অ্যাকাডেমিতে এক হামলায় আফগান জাতীয় সেনা বাহিনী এএনএ’র ১১সদস্য নিহত হন, আহত হন অন্যান্য ১৬জন।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র দাওলাত ওয়াজিরি বলেছেন সেনা বাহিনীর একটি ইউনিট যারা অ্যাকাডেমির নিরাপত্তা নিশ্চিত করে, তাদের বিরুদ্ধে আক্রমণ চালানো হয়, অ্যাকাডেমির বিরুদ্ধে নয়। প্রত্যক্ষদর্শীরা বলেন মার্শাল ফাহিম জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় খোলা থাকে।

ওয়াজিরি বলেন ৫ আত্মঘাতী বোমা হামলাকারী ওই আক্রমণ চালায়। প্রথমে দুই হামলাকারী প্রবেশ পথে বিস্ফোরণ ঘটায় এবং অন্যান্য তিনজন ভেতরে ঢুকতে চেষ্টা করে। এএনএ দুজনকে হত্যা করে এবং একজনকে গ্রেপ্তার করে।

ইসলামিক স্টেট (আইএস)তাদের অ্যামাক সংবাদ সংস্থার মাধ্যমে ওই হামলার দায় স্বীকার করেছে।

XS
SM
MD
LG