অ্যাকসেসিবিলিটি লিংক

কাবুলে নেটো গাড়ী বহরের কাছে বোমা হামলা


আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী কাবুলে একটি আত্মঘাতী বোমারু বিস্ফোরক বোঝাই একটি গাড়ী নেটো গাড়ী বহরের কাছে গিয়ে বিস্ফোরণ ঘটায়। ঐ হামলায় ৬বছরের এক বালিকা প্রাণ হারায় এবং আরও ২০ জন আহত হয়েছে।

পুলিশ মুখপাত্র বাসের মুজাহিদ ভিওএকে জানিয়েছে যে কাবুল ও পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদের মধ্যকার প্রধান যে মহা সড়কের কাছে বিদেশী সামরিক বাহিনীর ঘাঁটির একেবারে কাছে। তিনি বলেন ঐ বিস্ফোরণে শিকার হয়েছেন প্রধানত অসামরিক জনগণ আন্তর্জাতিক বাহিনীর কোন ক্ষতি হয়েনি।

সাম্প্রতিক মাসগুলোতে কাবুলে বেশ কিছু মারাত্মক হামলা ঘটেছে। শুক্রবারের হামলাটি ঘটে শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে আন্তর্জাতিক বৈঠকের মাত্র দু'দিন পরে। ঐ সম্মেলনে প্রেসিডেন্ট আশরাফ ঘানি বিনা শর্তে তালিবানের সংগে শান্তি আলোচনার আহ্বান জানান।

ইতিমধ্যে, তালিবান জানিয়েছে গত সপ্তাহে কান্দাহার এবং উরুজগান প্রদেশ থেকে তারা যে ১৯ জন সরকারী কর্মকর্তাদের অপহরণ করে নিয়ে যায় তাদের মধ্য থেকে ৫জনকে মুক্তি দিয়েছে।

XS
SM
MD
LG