বাংলাদেশে গণফোরাম নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে সম্প্রতি গঠিত বিরোধী রাজনৈতিক জোট জাতীয় ঐক্য ফ্রন্টে যোগদান করছেন বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ।
দলটির সভাপতি কাদের সিদ্দিকী সোমবার ঢাকায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ঐক্য ফ্রন্টে যোগদানের এই ঘোষণা দিয়ে বলেন তাঁর দল জনগণের ভোটে একটি গ্রহণযোগ্য এবং বিশ্বাস যোগ্য নির্বাচন চায়।
ঐক্য ফ্রন্টের ৭ দফাকে সমর্থন জানিয়ে তিনি বলেন, এই মুহূর্তে জনগণের বিরুদ্ধে যাওয়ার কোনও সুযোগ নেই। বাংলাদেশের মুক্তিযুদ্ধ পূর্ববর্তী আমলের প্রসঙ্গ টেনে বর্ষীয়ান এই রাজনীতিবিদ বলেন ইয়াহিয়া খানকে উৎখাত করা সম্ভব হলে তাঁর ভাষায় বর্তমান স্বৈরাচারকেও উৎখাত করা সম্ভব হবে। অনুষ্ঠানে ঐক্য ফ্রন্টের অন্যান্য শরিক দল বিএনপি, গণফোরাম, জাতিয় সমাজতান্ত্রিক দল জেএসডি এবং ঐক্য প্রক্রিয়ার নেতারা উপস্থিত ছিলেন।