লন্ডনের পার্লামেন্ট প্রাঙ্গণে হামলার জন্য দায়ী ব্যক্তির নাম খালিদ মাসুদ বলে জানিয়েছে লন্ডনের পুলিশ প্রশাসন।
৫২ বছর বয়সী মাসুদের জন্ম লন্ডনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেন্ট এ। কিছুদিন তিনি ওয়েস্ট মিডল্যান্ডে ছিলেন বলে ধারণা গোয়েন্দা বিভাগের।
হামলার পর পুলিশের গুলিতে নিহত খালিদ মাসুদ সম্প্রতি গোয়েন্দাদের নজরদারিতে ছিলেন না। তবে অতীতে তার অপরাধমূলক কর্মকাণ্ড এবং প্রাণঘাতী অস্ত্র বহনের রেকর্ড আছে।
খালিদ মাসুদ একজন ধর্মান্তরিত মুসলমান, তিনি কিছুদিন ইংরেজীর শিক্ষক ছিলেন এবং বডিবিল্ডার ছিলেন।