অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত বিরোধী বিক্ষোভে উত্তাল কাশ্মীর


কাশ্মীর অঞ্চলে ধুন্দুমার সংঘাত বেধে উঠেছে। ভারত বিরোধী প্রতিবাদ বিক্ষোভ উচ্চকিত হয়েছে। জঙ্গীদের সঙ্গে বন্দুক লড়াইয়ে কমসে কম ১৬ ব্যক্তি জখম হয়েছে। সরকারী সেনারা দুই বিদ্রোহী লড়াকুকে হত্যা করেছে। পুলিশ সূত্রে বলা হচ্ছে- সংঘাতের সূত্রপাত ঘটে রবিবার দিনই, দক্ষিনাঞ্চলীয় সোপিয়ান এলাকায় সরকারী বাহিনী যখন কিনা শোকার্ত মানুষজনকে শোক মিছিলে যোগদান হতে নিবৃত্ত করতে চেষ্টা চালায়। হিমালয় অঞ্চলে ভারতের তরফে সবচেয়ে মারাত্মক যে এক বিদ্রোহীকে পাকড়াও করবার জন্যে খোঁজা হচ্ছিলো তারই শবযাত্রায়-জানাযা মিছিলে যোগাদান হতে লোকজনকে বাধা দিচ্ছিলো সরকারী বাহিনী।

পুলিশ বলছে, বিদ্রোহী সেনাধিনায়ক যিনাতুল ইসলাম তাঁর সহযোগীসহ নিহত হন শনিবার দিবাশেষে, ভারতীয় সৈন্যদের সঙ্গে বন্দুক লড়াইয়ে।

কাশ্মিরীদের অধিকাংশই বিদ্রোহীদের সঙ্গে সহমত পোষন করেন। বলেন, অঞ্চলটিকে পাকিস্তানী শাসনাধীনে ন্যস্ত করা হোক অথবা স্বাধীন দেশ হিসেবে থাকতে দেওয়া হোক। এবং তারাই ভারতীয় নিয়ন্ত্রনের বিরুদ্ধে সড়ক প্রতিবাদ মিছিলে যোগ দেয়।

এই অভ্যুত্থানে- বিদ্রোহে, ভারতীয় অবদমনে এ অব্দি প্রায় ৭০ হাজার মানুষের প্রাণ বিনাশ হয়েছে।

XS
SM
MD
LG