অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মির পরিস্থিতি মোকাবেলার বিষয়ে আলোচনার জন্য বৈঠক করেন


India Kashmir Protests
India Kashmir Protests

মঙ্গলবার কাশ্মিরে অশান্তির চতুর্থ দিনেও জারি রইল কারফিউ, এ দিন পর্যন্ত বিক্ষোভ দমনে মৃতের সংখ্যা ৩২ জন। উদ্বিগ্ন প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদি এ দিন ভোরে আফ্রিকার ৪ দেশ সফর থেকে ফিরে শীর্ষ মন্ত্রি আর আমলাদের বৈঠক ডাকেন। জানা গিয়েছে, রাজ্য সরকার যে ভাবে আন্দোলন দমন করেছে, তাতে অখুশি কেন্দ্র। অভিযোগ উঠেছে, নিরাপত্তা বাহিনি অতিরিক্ত শক্তি প্রয়োগ করায় মৃত্যু বেড়েছে, কিন্তু কাশ্মির শান্ত হয় নি। বৈঠকের পরে কাশ্মিরের মানুষের কাছে শান্তি ফেরানোর আবেদন জানান প্রধানমন্ত্রি। ও রাজ্যে প্রয়োজনে যেমন আরও নিরাপত্তা বাহিনি পাঠানো হবে, তেমনই রাজনৈতিক ভাবেও সমাধান খোঁবার চেষ্টা চলবে।ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রি রাজনাথ সিং টেলিফোনে কথা বলেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী আর কাশ্মিরের প্রাক্তন মুখ্যমন্ত্রি ওমর আবদুল্লার সঙ্গে। মোদি নির্দেশ দিয়েছেন, হাঙ্গামা দমন করতে গিয়ে নিরীহ মানুষের ওপর যেন অত্যাচার না হয়। কাশ্মিরের এক জঙ্গী নেতার মৃত্যু হয়েছিল নিরাপত্তা বাহিনির সঙ্গে সংঘর্ষে। তারপর থেকেই বিক্ষোভ আর অবাধ হিংসা।

সে সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:01:03 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG