কেন্দ্রীয় সরকারকারফিউ তোলার পথে হাঁটলেও শান্তি ফিরল না কাশ্মীরে। বরং কারফিউ তোলার সঙ্গে সঙ্গে প্রবলভাবে উপদ্রব শুরু হল উপত্যকায়। নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষের জেরে এক কিশোরের মৃত্যু হয়েছে। ফলে জঙ্গি বুরহান ওয়ানি নিকেশের পর অশান্তির উপত্যকায় মৃতের সংখ্যা ছুঁয়েছে ৭২।
তবে বিজেপি জানিয়ে দিয়েছে, জোটসঙ্গী পিডিপি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ভাবছে না তারা। কাশ্মীরে কেন্দ্রীয় শাসনও জারি করার পক্ষে নয় শাসক দল, কারণ, তার ফলে নিরাপত্তা বাহিনী ও মানুষের মধ্যে যে রাজনৈতিক মধ্যস্থতা রয়েছে, তা বিলুপ্ত হয়ে যাবে। তবে বিচ্ছিন্নতাবাদীদের প্রতি নরম মনোভাবের জন্য কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবার তাদের বিরুদ্ধে কঠোর মনোভাব নিয়েছেন। নির্দোষ যুবকদের হাতে পাথর তুলে দিয়ে হিংসায় উৎসাহিত করার জন্য তিনি সরাসরি দোষ দিয়েছেন হুরিয়ত সহ এসব বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে। বলেছেন, অকারণে হিংসার পথ আঁকড়ে থাকলে সাধারণ মানুষের যন্ত্রণা বহুগুণ বাড়বে বই কমবে না।এরই মধ্যে আগামী চৌঠা সেপ্টেম্বর সর্বদলীয় প্রতিনিধিদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ কাশ্মীর পৌচ্ছোছেন বলেই খবর।
বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।