অ্যাকসেসিবিলিটি লিংক

কাশ্মীরে যাচ্ছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃ্ত্বে সর্বদলীয় প্রতিনিধিরা


Kashmiri doctors and medical workers wear bandages on their eyes as a mark of protest against the use of pellet guns and recent killings in Srinagar, Indian-controlled Kashmir, Wednesday, Aug. 10, 2016.
Kashmiri doctors and medical workers wear bandages on their eyes as a mark of protest against the use of pellet guns and recent killings in Srinagar, Indian-controlled Kashmir, Wednesday, Aug. 10, 2016.

কাশ্মীরের উদ্ভুত পরিস্থিতি নিয়ে সাম্প্রতিককালে তাঁর যাবতীয় আলোচনার মূলে রয়েছে ‘একতা’ ও ‘মমতা’, এই দুটি মন্ত্র,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বার্তার পরই সর্বদলীয় প্রতিনিধিদল যাচ্ছে কাশ্মীর। আগামী চৌঠাসেপ্টেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীরাজনাথ সিংহের নেতৃ্ত্বে জম্মু ও কাশ্মীরে যাচ্ছেন সর্বদলীয় প্রতিনিধিরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছে এ কথা। লাগাতার অশান্তি, হিংসায় ক্ষতিগ্রস্ত মেহবুবা মুফতির রাজ্যে শান্তি ফেরানোর প্রচেষ্টার অঙ্গ হিসাবেই সেখানে যাচ্ছে প্রতিনিধিদলটি। বুরহান ওয়ানির মৃত্যু হওয়ার পর থেকে শান্তি উধাও সেখানে। শান্তির পথে রাজ্যকে ফেরাতে সেখানকার নানা স্তরের সংগঠন, লোকজনের সঙ্গে দলটি মতামত আদানপ্রদান করবে বলে জানা গেছে।
বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:00:49 0:00


XS
SM
MD
LG