অ্যাকসেসিবিলিটি লিংক

কাশ্মীরে সহিংসতা


An Indian policeman fires a teargas shell towards demonstrators during a protest against the recent killings in Kashmir, in Srinagar, Sept. 13, 2016.
An Indian policeman fires a teargas shell towards demonstrators during a protest against the recent killings in Kashmir, in Srinagar, Sept. 13, 2016.

আজ পবিত্রঈদ এর দিনেও শান্তি ফিরল না অশান্ত কাশ্মীরে। উল্টে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দশটি জেলাতেই বসল কারফিউ। ইদের সময় যাতে হিংস্র জনতা, কট্টরপন্থী ও বিচ্ছিন্নতাবাদী জঙ্গি নেতারা নতুন করে ঝামেলা বাধাতে না পারে, তাই উপত্যকা জুড়ে দ্রোণ, হেলিকপ্টার ও অত্যাধুনিক ক্যামেরায় নজরদারি চলছে। এর মধ্যে অনন্তনাগের শেরবাগ পুলিশ স্টেশনে গ্রেনেড হামলা করেছে জঙ্গিরা। এতেএক জন মারা গেছেন, তিন পুলিশকর্মী সহ আহত চোদ্দো।প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, শ্রীনগরে রাষ্ট্রপুঞ্জের অফিস পর্যন্ত বিচ্ছিন্নতাবাদীরা মিছিল বার করার সিদ্ধান্ত নেওয়ায় ফের এই কারফিউ বলবৎ করার সিদ্ধান্ত। কাশ্মীরে সন্ত্রাসের পদক্ষেপ হওয়ার পর ছাব্বিশ বছরে এই প্রথম ইদগাহ ও হজরতবাল মসজিদে কোনও ইদের জমায়েত হচ্ছে না। আগামী বাহাত্তর ঘণ্টার জন্য বিএসএনএল ছাড়া অন্য সব ইন্টারনেট পরিষেবা ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখা হয়েছে।সেনাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, উপত্যকায় ফের নতুন করে হিংসা শুরু হলে ব্যবস্থা নেবে তারা। গ্রামীণ এলাকায় ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে নিরাপত্তারক্ষীদের।
এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG