অ্যাকসেসিবিলিটি লিংক

আফ্রিকার প্রথম দেশ কেনিয়ায় নির্বাচনের ফলাফল বাতিল


কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াটা শুক্রবার বলেছেন, তিনি আদালতে রায় মেনে নেবেন। তবে তিনি আদালতে সমালোচনা করে বলেন, “সকল মানুষের ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার জন্যই ছয়জন মানুষ এই সিদ্ধান্ত নিয়েছেন”।

প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণের সময় ইলেকশন বোর্ডের অনিয়ম এবং অবৈধ কর্মকাণ্ডের কথা জানিয়ে কেনিয়ায় সুপ্রিম কোর্ট ভোটের ফলাফল বাতিল করেছে। আদালত বলেছে নির্বাচনের সততা কেনিয়ার সংবিধান অনুসারে ৬০ দিনের মধ্যে আবার নতুন করে নির্বাচন হতে হবে।

বিরোধী নেতা রাইলা ওডিংগা আদালতের কাছে অগাস্ট মাসে অনুষ্ঠিত ঐ নির্বাচন বাতিলের আবেদন জানিয়ে ছিলেন। ওডিংগা বলেন, ভোটের ফলাফলে যে বলা হয়েছে ১৪ লক্ষ ভোটে তিনি কিনিয়াটার কাছে হেরে গিয়েছেন তা সত্য নয়। আফ্রিকার প্রথম দেশ কেনিয়াই যেখানে আদালত প্রেসিডেন্ট নির্বাচনের ফল বাতিল করল।

XS
SM
MD
LG