কেনিয়াবাসী পূর্বাঞ্চলের একটি বিশ্ববিদ্যালয়ে আল-শাবাব জংগীদের আক্রমনে যে ১৪৭ জন নিহত হয় তাদের স্মরণে শোক পলন করছে। বৃহস্পতিবার সারাদিন ধরে চলতে থাকা হামলা্য় নিহতদের মধ্যে ৪ জন আক্রমণকারী রয়েছে।
কেনিয়া সরকার ঐ হামলার সংগে সংশ্লিষ্ট আল-শাবাব এক সদস্যকে ধরে দেওয়ার জন্য ২লক্ষ ২০ হাজার ডলার পুরষ্কার ঘোষণা করেছেন। পাকড়াও করা জন্য যাদের খোঁজা হচ্ছে সরকারী সেই তালিকায় মোহাম্মদ মোহামুদ কুনোর নাম আগে থেকেই ছিল। দেশের বাইরে ও কেনীয়ার বিরুদ্ধে আল-শাবাব দলের পক্ষে আক্রমণ অভিযান চালানোর জন্য ্প্রধানের দায়িত্বে মোহাম্মদ মোহামুদ ছিলেন বলেই সন্দেহ। ঐ ব্যক্তি গামাধেরে বা দুলিয়াদায়না নামেও পরিচিত।
বৃহষ্পতিবার ভোরে হামলাকারীরা গ্যারিসা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অতর্কিতে প্রবেশ করে গুলি চালাতে শুরু করে। নিরাপত্তা বাহিনীর সংগে জংগীদের প্রায় ১৫ ঘন্টা ধরে লড়াইএর পর তারা ৫’শরও বেশি ছাত্রকে উদ্ধার করেছে।