অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরী অঘোষিত এক সফরে আফগানিস্তানে যান


U.S. Secretary of State John Kerry (R) talks with Afghanistan's presidential candidate Ashraf Ghani Ahmadzai, during a meeting at U.S. embassy in Kabul, Afghanistan, Aug. 7, 2014.
U.S. Secretary of State John Kerry (R) talks with Afghanistan's presidential candidate Ashraf Ghani Ahmadzai, during a meeting at U.S. embassy in Kabul, Afghanistan, Aug. 7, 2014.

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরী অঘোষিত এক সফরে আফগানিস্তানে গেছেন। তিনি প্রেসিডেন্ট প্রার্থী যারা নির্বাচনের ফলাফল নিয়ে বিরোধে লিপ্ত, তাদের সঙ্গে সাক্ষাৎ করছেন।

সাবেক অর্থমন্ত্রী আশরাফ গানি এবং প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আব্দুল্লাহ, এই দুই প্রার্থীর মধ্যে একটা সমাধানের জন্য চেষ্টা চালাচ্নছে কেরী। দুই প্রার্থী, ফিরতি নির্বাচনের ফলাফল বিষয়ে একমত নন। নির্বাচনের ফলাফলে দেখা গেছে গানি এগিয়ে আছেন।

আফগানিস্তানে জুলাই মাসে এক সফরের সময় কেরী দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে মধ্যস্থতা করেন এবং দেশের সর্বত্র ব্যালট বাক্সের, হিসাবের পরীক্ষার ব্যবস্থা করান।

কেরী বৃহস্পতিবার দুই প্রার্থীর সঙ্গে এবং শুক্রবার প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে সাক্ষাত করছেন।

তিনি এরপর যাচ্ছেন মিয়ানমারে। সেখানে এশীয় নিরাপত্তা সম্মেলনে তিনি যোগ দেবেন।

XS
SM
MD
LG